যানজটের ভয়ে দুই দিন আগেই ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ

পবিত্র ঈদুল আজহার টানা ১০ দিনের ছুটি শেষ হচ্ছে আগামী শনিবার (১৪ জুন)। তবে যানজটের ভোগান্তি এড়াতে দুই দিন আগেই অর্থাৎ আজ বৃহস্পতিবার (১২ জুন) ঢাকায় ফিরছেন অনেকেই।

সরেজমিনে রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল ও রেলস্টেশন ঘুরে এমন চিত্র দেখা গেছে।

গত শনিবার (৭ জুন) পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হয়। সরকারি হিসেবে আগামী রোববার (১৫ জুন) থেকে শুরু হবে ব্যাংক, বিমা ও সরকারি দপ্তরগুলোর কার্যক্রম। কাগজে কলমে এখনও দুই দিনের ছুটি বাকি। তবে কর্মজীবী মানুষের অনেকেই ১০ দিনের ছুটি শেষ না হতেই ফিরছেন ঢাকায়। বেসরকারি অফিসের ছুটি ইতোমধ্যে শেষ হয়ে যাওয়ায় অনেকেই আবার ফিরছেন নিজ নিজ কর্মস্থলে। সব মিলিয়ে বাস টার্মিনাল ও রেলস্টেশনে বেড়েছে ব্যস্ততা।

একদিকে ঢাকায় ফেরা মানুষের চাপ যেমন বেড়েছে অন্যদিকে ঢাকায় ঈদ করে গ্রামের বাড়িতে ফেরার যাত্রীও রয়েছে।
আজ বেলা ১২টার দিকে রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, ঢাকামুখী মানুষের মোটামুটি ভিড় রয়েছে।
ঝালকাঠি থেকে পরিবার নিয়ে ঢাকায় ফেরা আনিসুর রহমান বলেন, ‘৪ ঘণ্টায় চলে এসেছি। রাস্তায় কোনো সমস্যা হয়নি।

কাউন্টারগুলোতেও তেমন ভিড় নেই। আসলে কাল থেকে যাত্রীদের অনেক চাপ হবে। বউ-বাচ্চা নিয়ে ভিড়ের মধ্যে আশা কঠিন। তাই আগেই চলে এলাম।’

সবগুলো দ্রুত পাঠাচ্ছি। যাওয়ার পথে ৪-৫ জন যাত্রী পাচ্ছে।’
কুমিল্লার তিশা পরিবহনের ড্রাইভার হেলাল বলেন, ‘লাকসাম থেকে মাত্র সোয়া দুই ঘণ্টায় চলে এসেছি।  রাস্তায় কোনো যানজট নেই। যাত্রীদের হয়রানি নেই। বিগত বছরগুলোতে এতো আরামে কখনো যাত্রীরা আসতে পারেনি। সেনাবাহিনী টহল দিচ্ছে। কোথাও অতিরিক্ত ভাড়া নেওয়ার সুযোগ নেই। এখন এসেছি যাত্রী নামিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে আবার যাব। আগামী দুই তিন দিন টানা ডিউটি থাকবে। যাত্রীদের খুব ভিড় থাকবে।’

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.