গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গৃহবধূর মৃত্যু

মানিকগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে সুর্বণা আক্তার (১৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তার স্বামী। তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (৯ জুন) সকালে সিংগাইর উপজেলার মধ্য চারিগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সুর্বণার শ্বশুর দীর্ঘদিন ধরে বাড়িতে গ্যাস সিলিন্ডার ব্যবহার করে বেলুন ফুলিয়ে বিভিন্ন হাট-বাজারে বিক্রি করতেন। সকালে বিকট শব্দে একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়।

স্থানীয় বাসিন্দা মো. লিটন মিয়া জানান, বিকট শব্দ শুনে ওই বাড়িতে গেলে উঠানে সুবর্ণার নিথর দেহ পড়ে থাকতে দেখেন। তার একটি পা উড়ে গেছে। দুর্ঘটনায় তার স্বামীও গুরুতর জখম হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় আশপাশের বাড়িগুলোও কেঁপে ওঠে।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিক আজম জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে পুরনো ও ঝুঁকিপুর্ণ সিলিন্ডার ব্যবহারের কারনেই দুর্ঘটনাটি ঘটেছে। ঘটনার তদন্ত করা হচ্ছে। আইনগত ব্যবস্থাও প্রক্রিয়াধীন।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.