করোনায় আক্রান্ত নেইমার

চলতি মৌসুমে সৌদি আরবের ক্লাব আল হিলাল থেকে নিজ দেশের ক্লাব স্যান্টোসে যোগ দিয়েছেন নেইমার। নিজের পুরনো ক্লাবে যোগ দিয়ে ছন্দে ফেরার চেষ্টা করছিলেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার। তার মাঝেই ধাক্কা খেলেন তিনি। করোনায় আক্রান্ত হয়েছেন নেইমার।

ফুটবল সাংবাদিক ফাব্রিজিয়ো রোমানো ব্রাজিল তারকার আক্রান্ত হওয়ার খবর প্রথম দিয়েছেন। পরে স্যান্টোসও একটি বিবৃতিতে এই কথা নিশ্চিত করেছে। আপাতত পরিবার থেকে নিভৃতবাসে রয়েছেন নেইমার।

ইনস্টাগ্রামে নেইমারের আক্রান্ত হওয়ার কথা জানিয়েছে রোমানো লেখেন, নেইমার কোভিড আক্রান্ত হয়েছেন। স্যান্টোস তাদের বিবৃতিতে জানিয়েছে, বৃহস্পতিবার তার শরীরে উপসর্গ দেখা যায়। ফলে অনুশীলন করেননি তিনি। সোমবার (৯ জুন) আবার পরীক্ষা করে দেখা হবে।

ক্যারিয়ারে এখন পর্যন্ত মোট ৭১৭টি ম্যাচ খেলে ৪৩৯টি গোল করেছেন নেইমার। পাশাপাশি অ্যাসিস্ট করেছেন ২৭৯টি। অর্থাৎ, সব মিলিয়ে ৭১৭ ম্যাচে ৭১৮ গোলে অবদান রয়েছে নেইমারের। ব্রাজিলের হয়েও সবচেয়ে বেশি গোল ৭৯ টি করেছেন তিনি। ২০২৩ সালে ব্রাজিলের কিংবদন্তি খেলোয়াড় পেলের ৭৭ গোল ছাড়িয়ে যান নেইমার।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.