২০২৬ সালের এপ্রিলে নির্বাচন: প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস নিবার্চনের তারিখ ঘোষণা করেছেন। তিনি বলেছেন, আগামী জাতীয় নির্বাচন ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধে অনুষ্ঠিত হবে।

আজ শুক্রবার (৬ জুন) পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জাতির উদ্দেশে দেয়া ভাষণে তিনি এ ঘোষণা দেন।

ভাষণের শুরুতেই প্রধান উপদেষ্টা ঈদ উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানান। পরে হজ্ব ও কোরবানির সার্বিক পরিস্থিতি তুলে ধরেন। প্রধান উপদেষ্টা বন্দর সম্পর্কে বলেন, আমাদের অর্থনীতির হৃদপিণ্ড হচ্ছে চট্টগ্রাম বন্দর। এটির অবস্থা ভঙ্গুর, এজন্য আমরা এটিকে সংস্কার করতে চাই। এজন্য বাইরে থেকে অভিজ্ঞ মানুষ দিয়ে কাজ করানো হচ্ছে। বন্দর নিয়ে যেসব অপপ্রচার ছড়ানো হচ্ছে, এসব থেকে জনগণকে সাবধান থাকতে বলেন তিনি।

উপদেষ্টা বলেন, পশুর চামড়ার ন্যায্যমূল্য নির্ধারণ, বর্জ্য ব্যবস্থাপনাসহ সার্বিক বিষয়ে সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকারের একটি উচ্চপর্যায়ের কমিটি কাজ করছে, একটি কন্ট্রোল রুমও খোলা হয়েছে। কোরবানির চামড়া সংক্রান্ত যেকোনো সমস্যা, অভিযোগ ও পরামর্শ এই হটলাইন নম্বরে ফোন করে দেওয়া যাবে।

এবছর কোরবানির পশুর চামড়া সংরক্ষণে তার সরকার ৩০ হাজার টন লবণ বিনামূল্যে সরবরাহ করেছে বলেও জানান তিনি।

ড. ইউনূস বলেন, কোরবানির ঈদে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো পরিষ্কার-পরিচ্ছন্নতা। পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সমবেতভাবে এগিয়ে আসতে দেশবাসীর প্রতি বিশেষ করে তরুণ-তরুণীদের প্রতি আকুল আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, আগামীকাল শনিবার (৭ জুন) সারাদেশে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহা উদযাপিত হবে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.