চট্টগ্রামে ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেলো কয়েকটি গাড়ি, নিহত ৪

চট্টগ্রামের কালুরঘাট রেলসেতুতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ছয়জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। বৃহস্পতিবার (৫ জুন) রাত ১১টায় কক্সবাজার থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, বোয়ালখালী ফায়ার স্টেশনের একটি ইউনিট রাত ১০টা ৪০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। ট্রেনটি কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি।

এ ঘটনায় উদ্ধারকাজ চালাচ্ছে সেনাবাহিনী ফায়ার সার্ভিস এবং পুলিশ। ট্রেনের নিচে আটকে আছে এসব যানবাহনগুলো। আটকে থাকায় উদ্ধারকাজ চালাতে বেগ পেতে হচ্ছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.