যে ১২ দেশের নাগরিক ঢুকতে পারবেন না আমেরিকায়

মোট ১২টি দেশের নাগরিক ঢুকতে পারবেন না আমেরিকায়। বুধবার দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘোষণা করেন। এই নির্দেশ আগামী সোমবার থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

ট্রাম্প প্রথমবার প্রেসিডেন্ট থাকার সময়েও একইরকম নিষেধাজ্ঞা জারি করেছিলেন। সুপ্রিম কোর্ট তার পাশে থাকার কারণে এই বার নতুন নিষেধাজ্ঞা আরো কঠোর হবে বলে মনে করা হচ্ছে।

হোয়াইট হাউস থেকে প্রকাশিত এক ভিডিও বার্তায় ট্রাম্প বলেন, আমাকে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ও জনগণের স্বার্থ রক্ষায় পদক্ষেপ নিতে হবে। আমাদের দেশে এখনও বহু অবৈধ অভিবাসী রয়েছে, যাদের কখনোই এখানে থাকার অনুমতি দেওয়া উচিত হয়নি। আমরা ইউরোপে যা ঘটেছে, তা আমেরিকায় ঘটতে দেবো না। যেসব দেশের নাগরিকদের যথাযথভাবে যাচাই-বাছাই করা সম্ভব নয়, সেসব দেশ থেকে আর মুক্ত প্রবেশাধিকার দেওয়া হবে না। আমরা আমাদের ক্ষতি করতে চায় এমন কাউকে আমেরিকায় প্রবেশ করতে দেবো না।

এই দেশগুলির তালিকায় রয়েছে আফগানিস্তান, মিয়ানমার, চাদ, কঙ্গো রিপাবলিক, ইকুয়েটোরিয়াল গিনি, হাইটি, এরিট্রিয়া, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান এবং ইয়েমেন। এ ছাড়াও বুরুন্ডি, কিউবা, লাওস, সিয়েরা লিয়ন, টোগো, তুর্কমেনিস্তান এবং ভেনেজুয়েলার উপর থাকবে আংশিক নিষেধাজ্ঞা।

২০১৭ সালে প্রেসিডেন্ট হিসেবে তার প্রথম মেয়াদে ট্রাম্প সাতটি মুসলিম-প্রধান দেশের (ইরান, ইরাক, লিবিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া ও ইয়েমেন) নাগরিকদের ওপর যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষিদ্ধ করেন। সেই সময় বহু মানুষকে বিমানবন্দরে আটকানো হয় বা ফ্লাইটে উঠতেই দেওয়া হয়নি। সূত্র: ডিডাব্লিউ, আল জাজিরা, এপি, এএফপি, ডিপিএ, রয়টার্স

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.