বিশিষ্ট রাজনীতিবিদ, সাংবাদিক অধুনালুপ্ত দৈনিক পূর্বদেশ সম্পাদক এবং দৈনিক পাকিস্তান অবজারভার পত্রিকার সাবেক ব্যবস্থাপনা সম্পাদক, বিশিষ্ট পার্লামেন্টেরিয়ান ও সংগ্রামী শ্রমিকনেতা মাহবুবল হকের ৫১তম মৃত্যুবার্ষিকী আজ ৫ জুন বৃহস্পতিবার। এ উপলক্ষে তাঁর স্মৃতিতে প্রতিষ্ঠিত ফেনীর ফরহাদ নগরস্থ মাহবুবল হক উচ্চ বিদ্যালয়ে এক স্মরণসভার আয়োজন করা হয়েছে। এছাড়াও স্থানীয় এতিমখানায় শিশুদের মাঝে খাবার বিতরণের ব্যবস্থা নেওয়া হয়েছে।
মাহবুবল হক তৎকালীন পূর্ব পাকিস্তানের জনগণের স্বাধীনতার জন্য সক্রিয়ভাবে লড়াই করা বিস্মৃত বীরদের একজন। তিনি ১৯৪৫ সালে মাত্র ২২ বছর বয়সে অবিভক্ত ভারতের আসামে জ্যোতিবসুর সঙ্গে আন্দোলন শুরু করেন। এর পর ভাষা আন্দোলন থেকতে শুরু করে বাংলার প্রতিটি আন্দোলন-সংগ্রামে নানাভাবে ভূমিকা রেখেছেন। রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সাংবাদিকতায় তার রয়েছে গুরুত্বপূর্ণ অবদান। তিনি অধুনালুপ্ত দৈনিক পূর্বদেশ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক। ১৯৬৭ সালে ঢাকার অবজারভারহাউজ থেকে এ পত্রিকা বের হয়।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.