নগদের সাবেক এমডিসহ ৯ জনের বিরুদ্ধে মামলা

৬৪৫ কোটি ৪৭ লাখ ১০ হাজার ৭৫৮ টাকা আত্মসাতের অভিযোগে মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান নগদ লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ মিশুকসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (৪ জুন) মামলাটি দায়ের করেন দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান মিরাজ।

দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন জানান, নগদ লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ মিশুকসহ আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার, জালজালিয়াতির মাধ্যমে হিসাবপত্রে মিথ্যা বর্ণনা ও মিথ্যা রিপোর্ট দিয়েছেন। এর মাধ্যমে ২০২১ সালের ১ মার্চ থেকে ২০২৪ সালের ১৭ নভেম্বর পর্যন্ত ট্রাস্টকাম সেটেলমেন্ট অ্যাকাউন্টে ফিজিক্যাল মানি স্থিতির চেয়ে ৬৪৫ কোটি ৪৭ লাখ ১০ হাজার ৭৫৮ টাকার বেশি ই-মানি ইস্যু করে। সেই টাকা অননুমোদিত ৪১টি ডিস্ট্রিবিউটরের মাধ্যমে রিফান্ডপূর্বক আত্মসাৎ করেছেন। এসব অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

নগদ লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ মিশুক ছাড়াও মামলার অন্য আসামিরা হলেন- মো. সাফায়েত আলম, মোহাম্মদ আমিনুল হক, মারুফুল ইসলাম ঝলক, মো. আবু রায়হান, মো. রাকিবুল ইসলাম, আফজাল আহমেদ, শিহাব উদ্দিন চৌধুরী ও গোলাম মর্তুজা চৌধুরী।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.