দরবৃদ্ধির শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল

ঈদুল আজহা ছুটি পূর্ববর্তী শেষ কার্যদিবস বুধবার (০৪ জুন) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সোনারগাঁও টেক্সটাইলস লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন কোম্পানিটির দর আগের দিনের তুলনায় ৩ টাকা ১০ পয়সা বা ৯ দশমিক ৬২ শতাংশ বেড়েছে। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান করে নিয়েছে কোম্পানিটির শেয়ার।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এস আলম কোল্ড রোল্ড শেয়ার দর বেড়েছে আগের দিনের তুলনায় ৯ দশমিক ২৭ শতাংশ। আর ৭ দশমিক ৩৪ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে তিতাস গ্যাস।

এদিন দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হলো- সানলাইফ, এমএল ডাইং, এইচ আর টেক্সটাইল, এসপি সিরামিক্স, এপেক্স ট্যানারি, এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, লাভেলো আইস্ক্রিম।

 

অর্থসূচক/এমআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.