শেয়ারহোল্ডারদের কাছে বার্ষিক প্রতিবেদন পাঠিয়েছে মাইডাস

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান মাইডাস ফাইন্যান্স পিএলসি সর্বশেষ হিসাববছরের (২০২৪) বার্ষিক প্রতিবেদন, ২৯তম বার্ষিক সাধারণ সভার নোটিসসহ সংশ্লিষ্ট ডকুমেন্টস পাঠিয়েছে। বিনিয়োগকারীদের বিও হিসাবে উল্লেখ করা ই-মেইলে পিডিএফ আকারে এসব ডকুমেন্টস পাঠানো হয়েছে।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানিয়েছে, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নির্দেশনা অনুসারে, এসব ডকুমেন্টস কোম্পানির ওয়েবসাইটেও আপলোড করা হয়েছে।

কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে, শেয়ারহোল্ডাররা চাইলে কোম্পানির শেয়ার ডিপার্টমেন্ট থেকে বার্ষিক প্রতিবেদনের প্রিন্ট কপিও সংগ্রহ করতে পারবেন।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.