ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ-আখাউড়া চার লেন মহাসড়কের নির্মাণাধীন অংশে ভয়াবহ দুর্ঘটনার ঘটনা ঘটেছে। খানাখন্দে ভরা সড়কে গ্যাস সিলিন্ডার বোঝাই একটি ট্রাক উল্টে গেলে আগুন ধরে একের পর এক সিলিন্ডার বিস্ফোরণ ঘটে।
বুধবার (৪ জুন) ভোর সাড়ে ৪টার দিকে চট্টগ্রাম-সিলেট মহাসড়কের জেলার সদর উপজেলার বিরাসার এলাকায় বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানির প্রধান কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি। বিস্ফোরণের ফলে দুই ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিলো।
স্থানীয়রা জানান, এ ঘটনায় আশপাশের ৩ থেকে ৪টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণের প্রচণ্ড শব্দে কয়েকটি বিল্ডিংয়ের জানালার গ্লাস ফেটে যায়। এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া ও সরাইল থেকে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় মহাসড়কের দুপাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের উপপরিচালক নিউটন দাস বলেন, ট্রাকটি খাদে উল্টে গেলে তাতে আগুন ধরে যায়। এতে গ্যাস সিলিন্ডারের অসংখ্য বোতল থাকায় বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে আশুগঞ্জ-আখাউড়া চার লেন মহাসড়কের নির্মাণকাজ চলমান থাকায় মহাসড়কের বিভিন্ন অংশে খানাখন্দ তৈরি হয়েছে, যা মাঝেমধ্যেই দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াচ্ছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.