পাকিস্তানে জেল থেকে পালিয়েছে ২ শতাধিক বন্দি

পাকিস্তানের করাচির একটি কারাগার থেকে দুশোর বেশি বন্দি পালিয়ে গেছে। মঙ্গলবার সেখানে ভূমিকম্প অনুভূত হওয়ার পরপর এ ঘটনা ঘটে।

ভূমিকম্পে মালির জেলের দেয়ালগুলো কেঁপে ওঠার পর কয়েক হাজার বন্দি ভেতর থেকে কারাগারের দরজা ভেঙ্গে ও সেলগুলোর তালা ভেঙ্গে ফেলে। এ সময় যারা জেল থেকে বেরিয়ে পালাতে পেরেছে তাদের মধ্যে ৮০ জনকে আবার আটক করতে পেরেছে কর্তৃপক্ষ। আরও ১৩০ জনকে ধরার জন্য অভিযান চলছে।

এ অভিযান চলাকালে একজন বন্দি নিহত হয়েছে এবং দুজন জেল কর্মকর্তাও আহত হয়েছে।

কারাগারের একজন কর্মকর্তা বিবিসিকে বলেছেন, মধ্যরাতের দিকে বন্দিরা তাদের সেল ও ব্যারাক থেকে চিৎকার শুরু করে কারণ তারা ভবন ধ্বসে তাদের ওপর পড়তে পারে বলে আশংকা করছিলো।

এক পর্যায়ে তারা সহিংস হয়ে ওঠলে পুলিশ সতর্কতামূলক ফাঁকা গুলি ছোড়ে। এরপর অনেকে সেলে ফিরলেও কারাগারে মূল গেইটে জড়ো হওয়াদের মধ্যে ২১৬ জন বেরিয়ে যেতে সক্ষম হয়।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.