দাঁড়িয়ে থাকা ট্রাকে মাইক্রোবাসের ধাক্কা, নিহত ৩

টাঙ্গাইলে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।

মঙ্গলবার (৩ জুন) সকালে বাসাইল উপজেলায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের করাতি পারা বাইপাস এলাকায় এই ঘটনা ঘটে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন।

তিনি বলেন, বাসাইলে ট্রাকের পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাবা ও দুই ছেলে নিহত হন।

তিনি আরও বলেন, এ সময় দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। তাদেরকে উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.