পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ১০দিন দিনাজপুর হিলি স্থলবন্দরে আমদানি-রফতানিসহ অভ্যন্তরীণ সব কার্যক্রম বন্ধ থাকবে। তবে স্বাভাবিক থাকবে দিনাজপুর হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার।
সোমবার (৩ জুন) দিনাজপুর হিলি স্থলবন্দরের আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ভারতের সঙ্গে আগামী ৫ জুন (বৃহস্পতিবার) থেকে ১৪ জুন পর্যন্ত টানা ১০ দিন বন্ধ থাকবে আমদানি-রফতানিসহ বন্দরের সব কার্যক্রম। আগামী ১৫ জুন থেকে পুনরায় আমদানি-রফতানি কার্যক্রম স্বাভাবিক ভাবে চালু করা হবে।
দিনাজপুর হিলি ইমিগ্রেশন ওসি পরিদর্শক আরিফুল ইসলাম বলেন, কোরবানির ঈদ উপলক্ষে এ বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও এই চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। এজন্য হিলি স্থলবন্দরে পুলিশ এবং কাস্টমস বিভাগের কর্মকর্তারা ঈদের ছুটির মধ্যেও বিশেষ দায়িত্বে নিয়োজিত থেকে যাত্রী পারাপার কার্যক্রমে সব ধরনের ব্যবস্থায় নিয়ে যেতে থাকবেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.