প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্যের প্রতীক, আশা করি তিনি রাগের বশে কোনও সিদ্ধান্ত নেবেন না, নিরপেক্ষ থাকবেন বলে আশা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় ধাপের সংলাপ শুরুর দিনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকের পর বিএনপির এ নেতা এসব কথা বলেন।
সোমবার (২ জুন) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকটি অনুষ্ঠিত হয়। তাতে ২৮টি রাজনৈতিক দলের প্রতিনিধি অংশ নেয়। এর মধ্যে সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে বিএনপির তিন সদস্যের প্রতিনিধিদল যোগ দেয়।
সালাউদ্দিন আহমদ বলেছেন, সংস্কার প্রসঙ্গে দ্বিতীয় পর্বের আলোচনা হয়েছে। আন্তরিকতার সাথে আলাপ-আলোচনা করেছি। সংস্কার কমিশনের বিস্তারিত প্রতিবেদনে আমরা বিস্তারিত মতামত দিয়েছি। অনেক বিষয়ে একমত হয়েছি।
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমরা মনে করি, ডিসেম্বরের ভেতরে জাতীয় নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব। আগেই জরুরি ভিত্তিতে যেসব সংস্কার করা প্রয়োজন, বিশেষ করে নির্বাচনমুখী, সে সংস্কারগুলোকে চিহ্নিত করে আমরা ঐকমত্যের মাধ্যমে সেগুলো বাস্তবায়ন করি। এমন কোনো সংস্কার নেই, যেগুলো এক মাসের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব হবে না।’
সংবিধান সংশোধন ছাড়া অন্য সব সংশোধন যেগুলোর বিষয়ে সংস্কার প্রস্তাবে সবাই একমত, সেগুলো নির্বাহী আদেশের মাধ্যমে এক মাসের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব বলে মনে করেন সালাহউদ্দিন আহমদ।
সংবিধান সংশোধন ছাড়া ঐকমত্য হওয়া বাকি বিষয়ে এক মাসের মধ্যে অধ্যাদেশ জারি করে ডিসেম্বরে মধ্যে নির্বাচন দেয়া সম্ভব বলে মত দেন বিএনপির এ নেতা। তার মতে, নির্বাচনের আগে যেগুলো সংস্কার করা উচিত, সেগুলো আগে সংস্কার করতে হবে। ডিসেম্বরের পরে নির্বাচন হওয়ার কোনও কারণ নেই।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.