বাংলাদেশে প্রথমবারের মতো একটি সামাজিক কেরেন্সী প্রিপেইড কার্ড চালু করেছে বেসরকারী খাতের ইস্টার্ন ব্যাংক (ইবিএল)। সম্প্রতি সামাজিক মাধ্যম ব্যবহারকারীদের ক্ষমতায়নের লক্ষ্যে ফ্লেক্সএম এই কার্ডটি চালুতে সহায়তা করেছে দা ইয়োর্স ট্রুলি নামক একটি প্রতিষ্ঠান। সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা ফেইসবুক, ইন্সটাগ্রাম এবং টিকটমে তাদের প্রিয় ব্র্যান্ড ট্যাগ বা মেনশন করে, সামাজিক কারেন্সী (পয়েন্ট) অর্জন করার সুযোগ পাবেন। পরবর্তীতে এই পয়েন্ট ব্যবহার করে তারা শপিং সহ অন্যান্য সুবিধা ভোগ করতে পারবেন।
ন্যুনতম সংখ্যক ফলোয়ার এবং ‘ক্রিয়েটর ভাইব’ রয়েছে এমন সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা ফ্লেক্সএম অ্যাপটি ডাউনলোড করে প্রিপেইড কার্ডের জন্য আবেদন করতে পারবেন। ফ্লেক্সএম তৈরি করেছে শীর্ষস্থানীয় ইনফ্লুয়েন্সার মার্কেটিং প্ল্যাটফর্ম ‘দা মার্ভেল বি-ইউ’ এর অধীনস্থ প্রতিষ্ঠান দা ইয়োর্স ট্রুলি।
ইবিএল উপব্যবস্থাপনা পরিচালক এবং রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম. খোরশেদ আনোয়ার এবং দা ইয়োর্স ট্রুলি’র চেয়ারম্যান এম. জাহাঙ্গীর আলম সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে ফ্লেক্সএম ব্যবস্থাপনায় পারষ্পরিক সহযোগিতা বিষয়ে একটি চুক্তিতে স্বাক্ষর করেন।
দা ইয়োর্স ট্রুলি’র ব্যবস্থাপনা পরিচালক মাহজাবীন ফেরদৌস, প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রেটি সাবরীন; ইবিএল কার্ড প্রধান তাসনীম হোসেন, কর্পোরেট কার্ড বিক্রয় ও এলায়েন্স প্রধান মোঃ সায়েম মোস্তফা, ডিজিটাল মার্কেটিং বিভাগের ভারপ্রাপ্ত প্রধান সৈয়দ আহাসানুর করিম অন্তর প্রমূখ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.