আগামী ২০২৫-২৬ অর্থবছরের ঘোষিত বাজেটে মুক্তিযোদ্ধাদের চেয়ে জুলাইযোদ্ধারা বেশি কর সুবিধা পাবেন। ঘোষিত বাজেটে এমন প্রস্তাব করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
সোমবার (২ জুন) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ টেলিভিশনে দেওয়া ভাষণের মাধ্যমে প্রস্তাবিত বাজেট তুলে ধরেন। এটি জুলাই অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট। বৈষম্য বিরোধী চেতনাকে নিয়ে গড়ে ওঠা আন্দোলনে স্বৈরাচারি আওয়ামীলীগ সরকারের পতনের পর বর্তমান সরকার দায়িত্ব গ্রহণ করেছে। এ সরকারের বাজেটে বৈষম্য নিরসনের উদ্যোগ থাকবে এমনটিই আশা ছিল সবার। সামগ্রিক বাজেটে এর কোনো প্রতিফলন নেই। বরং মুক্তিযোদ্ধা ও জুলাইযোদ্ধাদের মধ্যে এক ধরনের বৈষম্য তৈরি করা হয়েছে।
ঘোষিত বাজেটে অর্থ উপদেষ্টা গেজেটভুক্ত জুলাই গণঅভ্যুত্থান ২০২৪-এ আহত “জুলাইযোদ্ধা” করদাতাদের ক্ষেত্রে করমুক্ত আয়ের সীমা ৫ লাখ ২৫ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব করেছেন। অন্যদিকে মুক্তিযোদ্ধাসহ অন্যান্য করদাতাদের করমুক্ত আয়সীমা ও করের হার অপরিবর্তিত রাখা হয়েছে, যদিও বাজেট বক্তব্যে সে বিষয়ের কোনো উল্লেখ নেই।
বর্তমানে মুক্তিযোদ্ধাদের জন্য করমুক্ত আয়সীমা হচ্ছে ৫ লাখ টাকা, যা জুলাইযোদ্ধাদের জন্য প্রস্তাবিত করমুক্ত আয়সীমার চেয়ে ২৫ হাজার টাকা কম।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.