এবারের বাজেটে কৃষি, খাদ্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের বরাদ্দ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।
আগামী ২০২৫-২৬ অর্থবছরের জন্য ঘোষিত বাজেটে এই প্রস্তাব করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ । তিনি আজ সোমবার (২ জুন) বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে জাতির কাছে আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেট তুলে ধরেছেন। প্রস্তাবিত বাজেটের আকার প্রায় ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা। এটি চলতি অর্থ বছরের মোট বাজেটের চেয়ে ৭ হাজার কোটি টাকা কম।
বাজেট ঘোষণায় অর্থ উপদেষ্টা বলেন, ২০২৫-২৬ অর্থবছরে কৃষি, খাদ্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জন্য মোট ৩৯ হাজার ৬২০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি, যা ২০২৪-২৫ অর্থবছরে ছিল ৩৮ হাজার ২৫৯ কোটি টাকা।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.