নিউইয়র্কে ‘কমিউনিটি জার্নালিজম অ্যাওয়ার্ড’ পেলেন সাংবাদিক বাবু কামরুজ্জামান
নিজস্ব প্রতিবেদক
৩০ মে, ২০২৫
নিউইয়র্কে ‘কমিউনিটি জার্নালিজম অ্যাওয়ার্ড’ পেলেন নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মো: কামরুজ্জামান (বাবু কামরুজ্জামান)। বাংলা-আমেরিকান সমাজ ও আন্তর্জাতিক পর্যায়ে সাংবাদিকতার স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা দেয়া হয়।
সম্প্রতি আইএমএফ বিশ্বব্যাংক বসন্তকালীন বৈঠক ২০২৫ কাভার করেছেন বাবু কামরুজ্জামান। এছাড়াও কমিউনিটি টেলিভিশন ও পত্রিকায় নিয়মিত লেখালেখি করছেন তিনি। তার কাজের স্বীকৃতি হিসেবে গত ২৫ মে, ২০২৫ তারিখে নিউইয়র্কের জ্যাকসন হাইটে ডব্লিউএইচআরডি’র ১৫তম পথমেলা অনুষ্ঠানে সংগঠনের সভাপতি শাহ শহিদুল হক, আয়োজক ডা. এনামুল হক ও অন্যান্য কমিউনিটি নেতৃবৃন্দ ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।
কামরুজ্জামান এর আগে তার পেশাগত কাজের স্বীকৃতি হিসেবে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম -ইআরএফ বর্ষসেরা রিপোর্টার, অ্যামচেম ফ্রন্টলাইন জার্নালিজম অ্যাওয়ার্ড, অ্যাকশন এইড ইয়ুথ মিডিয়া ফেলোশিপসহ আরো অনেক পুরস্কার ও সম্মাননা পেয়েছেন।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.