মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ১১ নম্বর শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম সীমান্তে এক বাংলাদেশি যুবককে গুলি করে হত্যার পর লাশ নিয়ে গেছে বিএসএফ।
শনিবার (৩১ মে) রাত উপজেলার সীমান্তের নোম্যান্সল্যান্ডে এ ঘটনা ঘটে। বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবকের নাম প্রদীপ বৈদ্য। তার বাড়ি কুলাউড়া উপজেলার দত্তগ্রাম এলাকায়। তিনি একই এলাকার শৈলেন্দ্র বৈদ্যের ছেলে।
কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য জয়নুল ইসলাম বলেন, প্রদীপ বৈদ্যের লাশ বর্তমানে ভারতের কৈলাশহর হাসপাতালে আছে। প্রদীপ বৈদ্য লেখাপড়ার পাশাপাশি কৃষিকাজ করতেন। তাকে সীমান্তের কাঁটাতারের পাশে বিএসএফ গুলি চালিয়ে হত্যা করে লাশ নিয়ে যায়। রাতে আমরা চেষ্টা করেও কিছু করতে পারিনি।
এ ব্যাপারে শ্রীমঙ্গল ৪৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এএসএম জাকারিয়া জানান, ভারতের অভ্যন্তরে ঘটনাটি ঘটেছে। তাকে কৈলাশহর হাসপাতালে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে ভারতের পুলিশ বাংলাদেশের পুলিশের কাছে তার লাশ হস্তান্তর করবে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.