শাখা-উপশাখায় দেশের বৃহত্তম ব্যাংক আইএফআইসি এর উদ্যোগে বগুড়ায় মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি (২৪ মে) দিনব্যাপী এ আয়োজনে সহযোগিতায় ছিলো বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
বগুড়া জেলা শহরের একটি স্থানীয় মিলনায়তনে আয়োজিত এই কর্মশালায় সভাপতিত্ব করেন আইএফআইসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান মানিলন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা ইকবাল পারভেজ চৌধুরী।
কর্মশালার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএফআইইউ-এর সম্মানিত পরিচালক মোঃ মোস্তাকুর রহমান। প্রশিক্ষন কর্মশালাটি পরিচালনা করেন বিএফআইইউ এর রিসোর্স পার্সন অতিরিক্ত পরিচালক ড. মোঃ রায়হানুল ইসলাম, যুগ্ম-পরিচালক সৈকত কুমার সরকার এবং উপ-পরিচালক সুদীপ্ত ঘোষ।
কর্মশালায় মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে প্রাসঙ্গিক আইন, আন্তর্জাতিক মানদন্ড, ঝুঁকি নিরূপণ, রিপোর্টিং পদ্ধতি ও পরিপালনের উত্তম চর্চাসমূহ সহ গুরুত্বপূর্ণ বিষয়াদি নিয়ে বিশদ আলোচনা করা হয়। বগুড়া জেলার বিভিন্ন ব্যাংকে কর্মরত ৪৭ টি ব্যাংকের বিভিন্ন পর্যায়ের ৮১ জন কর্মী কর্মশালায় অংশগ্রহন করেন।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.