মে মাসে ডেঙ্গুতে মৃত্যু ৩, হাসপাতালে ভর্তি ১৭৭৩

দেশে গত একদিনে ২২ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এই সময়ে রোগটিতে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে মে মাসে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩ জনের, হাসপাতালে ডেঙ্গু নিয়ে ভর্তি হয় ১৭৭৩ জন।

শনিবার (৩১ মে) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের ডেঙ্গু পরিস্থিতির এমন তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ৪ হাজার ৩৪৫ জন। মৃত্যু হয়েছে ২৩ জনের। ডেঙ্গুতে মোট রোগীর ৪০ শতাংশ আক্রান্ত হয়েছে মে মাসে। আক্রান্ত রোগীর ৭১ শতাংশ বরিশাল বিভাগের। চলতি বছরের

এর আগে, জানুয়ারিতে আক্রান্ত হয়েছে ১১৬১ জন, মৃত্যু ১০ জনের। ফেব্রুয়ারিতে আক্রান্ত ৩৭৪ জন, মৃত্যু ৩ জনের। মার্চে আক্রান্ত ৩৩৬ জন, কোন মৃত্যু হয়নি। এপ্রিলে আক্রান্ত ৭০১ জন, মৃত্যু ৭ জনের।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৩৪০ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ১২৫ জন; আর ২১৫ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি।

স্বাস্থ্য অধিদপ্তর তথ্য অনুযায়ী, চলতি বছরে ভর্তি রোগীদের মধ্যে ৩ হাজার ১৯৯ জন ঢাকার বাইরের রোগী। ঢাকার দুই মহানগর এলাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৪৬ জন।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.