দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২৪ মে-২৯ মে) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মাঝে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি। এক সপ্তাহে কোম্পানির দর বেড়েছে ১৩ দশমিক ৩৯ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ২৭ টাকা ১০ পয়সা।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, তালিকায় দ্বিতীয় স্থানে থাকা হাইডেলবার্গ সিমেন্টের শেয়ার দর বেড়েছে ১১ দশমিক ৮৭ শতাংশ। আর তালিকায় তৃতীয় স্থানে নাহি অ্যালুমিনিয়ামের শেয়ার দর বেড়েছে ১১ দশমিক ৪৮ শতাংশ।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো– এস আলম কোল্ড রোল্ড, আইসিবি, ইস্টার্ন লুব্রিকেন্ট , এটলাস বিডি, বারাকা পতেঙ্গা পাওয়ার, ফারইস্ট ফাইন্যান্স এবং রেনউইক যজ্ঞেশ্বর।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.