দেশের স্মার্ট, দক্ষ ও পরিবেশবান্ধব পরিবহণের নতুন মাইলফলক সীলায়ন ৬

দেশের প্রথম ডিএম-আই সুপার প্লাগ-ইন হাইব্রিড ইভি “বিওয়াইডি সীলায়ন ৬”-এর এক্সক্লুসিভ কাস্টমার ডেলিভারি ইভেন্টটি সফলভাবে আয়োজন করেছে বাংলাদেশে বিওয়াইডি গাড়ির একমাত্র পরিবেশক সিজি রানার বিডি লিমিটেড। বাংলাদেশের স্মার্ট, টেকসই ও ভবিষ্যতমুখী পরিবহন ব্যবস্থার পথে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

পরিবেশবান্ধব ও টেকসই ভবিষ্যতের পথ প্রশস্ত করতে বিওয়াইডি বাংলাদেশ তার দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পরিবেশের প্রতি দায়িত্ববোধের অংশ হিসেবে এই ডেলিভারি ইভেন্টের মাধ্যমে বিওয়াইডি বাংলাদেশ আরও এক ধাপ এগিয়ে গেল একটি সবুজ ও টেকসই পরিবেশ নির্মাণের লক্ষ্যে।

অনুষ্ঠানটি শুক্রবার (৩০ মে) রাজধানীর তেজগাঁও-এ অবস্থিত বিওয়াইডি ফ্ল্যাগশিপ শোরুমে অনুষ্ঠিত হয়, যেখানে গ্রাহকদের হাতে গাড়ি তুলে দেওয়া হয়।

বিওয়াইডি সীলায়ন ৬ হলো বিওয়াইডির অন্যতম উন্নত প্লাগ-ইন হাইব্রিড ইলেকট্রিক গাড়ি, যা বৈদ্যুতিক ড্রাইভিং-এর সুবিধার পাশাপাশি দীর্ঘপথে জ্বালানির মাধ্যমেও চালানোর সুযোগ দেয়। প্রচলিত যানবাহনের তুলনায় বেশি জ্বালানি সাশ্রয়ী হওয়ায় এটি দেশের স্মার্ট ও ঝামেলামুক্ত ড্রাইভিং-এর নতুন মান নির্ধারণ করেছে।

সিজি রানার বিডি লিমিটেডের হেড অফ সেলস ফাহমিদ ফেরদৌস বলেন, “বিওয়াইডি সীলায়ন ৬ দক্ষতা, অত্যাধুনিক প্রযুক্তি ও স্মার্ট ডিজাইনের এক অপূর্ব সমন্বয়। এই সফল ডেলিভারি আমাদের অঙ্গীকারকে প্রমাণ করে যে, আমরা বাংলাদেশি গ্রাহকদের জন্য বিশ্বমানের উদ্ভাবন নিয়ে আসতে বদ্ধপরিকর,” ।,

অনুষ্ঠানে গণমাধ্যমের প্রতিনিধি, ব্যবসায়িক অংশীদার এবং অটোমোটিভ প্রেমীরা উপস্থিত ছিলেন এবং বাংলাদেশের অটোমোটিভ সেক্টরে নতুন একটি যুগের সূচনার সাক্ষী হন।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.