মিডল্যান্ড ব্যাংক পিএলসির উদ্যোগে “Capacity Building of Textile and Apparel Businesses in Bangladesh under the Green Supply Chain Transition Program” শীর্ষক একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গত ২৮ ও ২৯ মে রাজধানীর হোটেল বেঙ্গল ব্লুবেরিতে গ্লোবাল সাপ্লাই চেইন সাপোর্ট ফান্ড-এর সহায়তায় এই কর্মশালার আয়োজন করা হয়ে। যা Aavishkaar Capital, India and KFW, German Development Bank-এর যৌথ উদ্যোগ।
ব্যাংকের বিভিন্ন টেক্সটাইল ও গার্মেন্টস খাতভুক্ত ক্লায়েন্টদের কমপ্লায়েন্স কর্মকর্তারা এই কর্মশালায় অংশগ্রহণ করেন। কর্মশালাটি পরিচালনা করেন ইন্টেলক্যাপ এবং সার্কুলার অ্যাপারেল ইনোভেশন ফ্যাক্টরি (CAIF) এর পরিবেশগত, সামাজিক ও প্রশাসনিক (ESG) বিশেষজ্ঞরা। কর্মশালায় পরিবেশ ও সামাজিক কমপ্লায়েন্স, ইউরোপ ও যুক্তরাষ্ট্রের ব্র্যান্ডগুলোর পরিবর্তনশীল চাহিদা এবং GRI ও SBTi-এর মত রিপোর্টিং কাঠামোর অধীনে প্রত্যাশিত রিপোর্টিং পদ্ধতি নিয়ে আলোচনা হয়।
ইন্টেলক্যাপ-এর সার্কুলার অ্যাপারেল ইনোভেশন ফ্যাক্টরি-এর প্রিন্সিপাল এ এফ এম শাহেদ বলেন,বাংলাদেশের টেক্সটাইল শিল্পের ভবিষ্যৎ নির্ভর করছে সার্কুলারিটি এবং সাসটেইনেবিলিটিকে গ্রহণ করার উপর। মিডল্যান্ড ব্যাংকের সঙ্গে আমাদের অংশীদারিত্ব সাপ্লায়ারদের বৈশ্বিক ব্র্যান্ডের চাহিদা পূরণের জন্য প্রস্তুত করবে, বাস্তব ডিকার্বোনাইজেশন সমাধান গ্রহণে সহায়তা করবে এবং প্রতিযোগিতামূলক, ভবিষ্যত-প্রস্তুত সাপ্লাই চেইন গড়ে তুলবে।
মিডল্যান্ড ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ আহসান-উজ জামান অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে বক্তব্য দেন। তিনি বলেন , পোশাক ও গার্মেন্টস খাতের ভবিষ্যৎ কেবল ফ্যাশন নয়, এটি দায়বদ্ধতা, স্বচ্ছতা ও রূপান্তরের বিষয়। এখনই সময়-পরিচ্ছন্ন প্রযুক্তি ও দক্ষ সিস্টেমে বিনিয়োগ করার, ন্যায্য ও নৈতিক শ্রম পরিবেশ নিশ্চিত করার এবং GRI ও SBTi-এর মত বৈশ্বিক মান গ্রহণ করার-এগুলোকে বোঝা নয়, বরং টেকসই ও প্রতিযোগিতামূলক ভবিষ্যতের রোডম্যাপ হিসেবে দেখা উচিত।
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে মিডল্যান্ড ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোঃ জাহিদ হোসেন; ইনস্টিটিউশনাল ব্যাংকিং বিভাগের প্রধান মোঃ জাভেদ তারেক খান; ইন্টারন্যাশনাল ডিভিশন ও এনআরবি প্রধান খোন্দকার তৌফিক হোসেন; এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মারুফ হায়দার এবং ট্রেজারি ও মার্কেট রিস্ক (ফ্রন্ট) বিভাগের প্রধান সুশান্ত শেখর দেবসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
Aavishkaar Capital-এর পার্টনার (ক্রেডিট) অভিষেক মিত্তাল বলেন, Aavishkaar -এর গ্লোবাল সাপ্লাই চেইন সাপোর্ট ফান্ড, ইন্টেলক্যাপ এবং মিডল্যান্ড ব্যাংকের এই যৌথ উদ্যোগ বাংলাদেশে টেক্সটাইল সাপ্লায়ারদের ESG প্রস্তুতি বৃদ্ধির জন্য একটি সময়োপযোগী পদক্ষেপ। ESG এবং রিপোর্টিং দক্ষতা উন্নয়নের মাধ্যমে আমরা ব্যবসাগুলোকে বৈশ্বিক মানের সাথে সামঞ্জস্যপূর্ণ করতে এবং গ্রিন ক্যাপিটাল আকর্ষণ করতে সহায়তা করতে চাই। KfW ডেভেলপমেন্ট ব্যাংক এবং তাদের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স ফ্যাসিলিটির সহায়তার জন্য আমরা কৃতজ্ঞ।
কর্মশালাটি আয়োজন ও বিভিন্ন সেশন পরিচালনায় আরও উপস্থিত ছিলেন এ এফ এম শাহেদ, কান্ট্রি ম্যানেজার, ইন্টেলক্যাপ, ধীমান হালদার, ম্যানেজার, ইন্টেলক্যাপ, হাসান মোনির, সিনিয়র কনসালট্যান্ট, ইঞ্জিনিয়ারিং রিসোর্সেস ইন্টারন্যাশনাল (ERI) লিমিটেড, বায়জিদ বুস্তামী, সিনিয়র ম্যানেজার, ইঞ্জিনিয়ারিং রিসোর্সেস ইন্টারন্যাশনাল (ERI) লিমিটেড। এ ছাড়া ভার্চুয়ালি সেশন পরিচালনায় সহায়তা করেন সৌম্য সূর্যনারায়ণন, ডিরেক্টর, ইমপ্যাক্ট ও ESG, আবিষ্কার ক্যাপিটাল, সিদ্ধার্থ লুল্লা, পার্টনার, বিজনেস কনসাল্টিং অ্যান্ড রিসার্চ, ইন্টেলক্যাপ অ্যাডভাইজরি সার্ভিসেস প্রাইভেট লিমিটেড।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.