বেসরকারি মেঘনা ব্যাংক পিএলসি দ্বিতীয় সাবঅর্ডিনেটেড বন্ড ইস্যু করে ৪০০ কোটি টাকা সংগ্রহ করবে। এই বন্ডের ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করবে ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্ট লিমিটেড।
বন্ডের ব্যবস্থাপনা ইস্যুতে সম্প্রতি প্রতিষ্ঠান দুটি একটি চুক্তি সই করেছে।
মেঘনা ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আহ্সান খলিল এবং ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্ট লিমিটেড-এর প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ রাশেদ হুসেইন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের অন্যান্য গুরুত্বপূর্ণ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.