সমাবেশ ঘিরে স্থবির ঢাকার যান চলাচল

রাজধানী ঢাকা শহরের গুরুত্বপূর্ণ জায়গা নয়াপল্টন ও কাকরাইল এলাকা বন্ধ করে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে কার্যত স্থবির হয়ে গেছে আশপাশের এলাকার যান চলাচল। এর ফলে হাজার হাজার যাত্রী সড়কে দুর্ভোগে পড়েছেন।

রাজধানীর শাহবাগ, কাকরাইল, পল্টন, মতিঝিল, যাত্রাবাড়ী এবং পুরান ঢাকার বিভিন্ন অংশসহ প্রধান সড়কগুলোতে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট দেখা দেওয়ায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।

ট্রাফিক বিভাগের একজন কর্মকর্তা জানিয়েছেন, অনেকগুলো সড়কে যান চলাচল স্থবির হয়ে গেছে সমাবেশের কারণে। তবে তারা পরিস্থিতি সামলানোর চেষ্টা করছেন।

নয়া পল্টনে সমাবেশ করছে বিএনপির তিন সহযোগী সংগঠন। ফেসবুকে দলটির মিডিয়া সেলের ভেরিফায়েড পাতায় বেলা তিনটায় বলা হয়েছে, তরুণদের ঢলে জনসমুদ্রে পরিণত হয়েছে ঢাকার রাজপথ।

সমাবেশে যোগ দিতে বিভিন্ন জায়গা থেকে বাসে ট্রাকে করে তাদের সমর্থকরা পল্টন এলাকার কাছে জড়ো শুরু করলে বেলা ১২টার মধ্যেই মগবাজার, শাহবাগ, থেকে শুরু করে মতিঝিল পর্যন্ত এবং আশেপাশের সড়কগুলোয় তীব্র যানজট তৈরি হয়।

এর আগে সকাল ১০টার দিক থেকেই বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের খণ্ড খণ্ড মিছিল পল্টনের অনুষ্ঠানস্থলের দিকে আসতে থাকে। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে তরুণদের কাছে টানতে চলতি মাসজুড়ে কর্মসূচি ঘোষণা করেছিলো বিএনপির তিন সহযোগী সংগঠন।

কর্মসূচির মধ্যে ছিল চারটি বড় বিভাগ ও শহরে দুই দিন করে মোট আট দিন সেমিনার ও সমাবেশ। এর মধ্যে চট্টগ্রাম, খুলনা ও বগুড়ায় সেমিনার ও সমাবেশ হয়েছে। এসব কর্মসূচির ধারাবাহিকতায় চূড়ান্ত পর্বের ঢাকায় আজকের আয়োজন বলে দলটির নেতারা জানিয়েছেন।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.