সৌদি আরবে নতুন চাঁদ দেখা গেছে গতকাল । ফলে দেশটিতে পাঁচই জুন হজ এবং ছয়ই অগাস্ট ঈদুল আযহা উদযাপিত হবে। সাধারণত সৌদি আরবে যেদিন ঈদ হয়, তার পরের দিন বাংলাদেশে ঈদ হয়ে থাকে। সেই হিসাবে আজ চাঁদ দেখা গেলে সাতই জুন বাংলাদেশে ঈদুল আযহা উদযাপিত হতে পারে।
মুসলিমদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদ-উল আজহা কবে উদযাপিত হবে, তা জানা যাবে আজ।
ঈদ-উল আজহা’র তারিখ নির্ধারণ করতে আজ বুধবার ন্ধ্যা সাড়ে ৬টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সভাকক্ষে জিলহজ মাসের চাঁদ দেখা কমিটির সভা শুরু হবে।
ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হবে। সেখানে আরবি ১৪৪৬ সালের জিলহজ মাসের চাঁদ দেখা সাপেক্ষে ঈদের তারিখ চূড়ান্ত করা হবে।
গতকাল মঙ্গলবার ইসলামিক ফাউন্ডেশন এই তথ্য জানিয়েছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.