লেনদেনের শীর্ষে বিচ হ্যাচারি

সপ্তাহের পঞ্চম কার্যদিবস বুধবার (২৮ মে) প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে লেনদেনের শীর্ষে উঠে এসেছে বিচ হ্যাচারি লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন কোম্পানিটির ১০ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ফু-ওয়াং ফুডস। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৮ কোটি ৮৪ লাখ টাকার।

৭ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ব্র্যাক ব্যাংক, এনআরবি ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, স্কয়ার ফার্মা, শাইনপুকুর সিরামিক্স, খান ব্রাদার্স এবং সোনারগাঁও টেক্সটাইল।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.