দরবৃদ্ধির শীর্ষে আইসিবি

সপ্তাহের চতুর্থ কার্যদিবস মঙ্গলবার (২৭ মে) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি)।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন কোম্পানিটির দর আগের দিনের তুলনায় ৪ টাকা ১০ পয়সা বা ৯ দশমিক ৮৩ শতাংশ বেড়েছে। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান করে নিয়েছে কোম্পানিটির শেয়ার।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এর শেয়ার দর বেড়েছে আগের দিনের তুলনায় ৭ দশমিক ৮৯ শতাংশ। আর ৫ দশমিক ৯৫ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে স্যোশাল ইসলামী ব্যাংক।

এদিন দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হলো- নাহী অ্যালুমিনিয়াম, হাইডেলবার্গ সিমেন্ট, এশিয়াটিক ল্যাব, গোল্ডেন হার্ভেস্ট, গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স, অগ্নি সিস্টেমস এবং মীর আখতার।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.