পদত্যাগ করলেন ব্র্যাক ব্যাংকের এমডি সেলিম আর এফ হোসেন

ব্র্যাক ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর. এফ. হোসেন পদত্যাগ করেছেন।

মঙ্গলবার (২৭ মে) ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেন।

জানা গেছে, সেলিম আর. এফ. হোসেন আজ পরিচালনা পর্ষদের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। পরিচালনা পর্ষদ তার পদত্যাগ গ্রহণ করেছে এবং এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন চেয়েছে।

অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এবং হেড অব কর্পোরেট অ্যান্ড ইন্সটিটিউটশনাল ব্যাংকিংয়ের প্রধান তারেক রেফাত উল্লাহ খানকে ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছে ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদ।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.