পবিত্র রমজাম মাসে ইবিএল স্কাইব্যাংকিং ক্যাম্পেইনে বিজয়ীদের পুরস্কার প্রদান করেছে ইস্টার্ন ব্যাংক। এ উপলক্ষ্যে আজ ব্যাংকটির প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিজয়ীরা আইফোন, ম্যাকবুক, স্মার্ট টিভি, এয়ারকন্ডিশনার, রেফ্রিজারেটরসহ অন্যান্য আকর্ষণীয় পুরস্কার লাভ করেন।
পবিত্র রমজান মাসজুড়ে পরিচালিত এই ক্যাম্পেইনের মূল লক্ষ্য ছিল ইস্টার্ন ব্যাংকে স্কাইব্যাংকিং ডিজিটাল অ্যাপ ব্যবহারের মাধ্যমে বিভিন্ন আর্থিক লেনদেন করতে গ্রাহকদের উৎসাহিত করা। ক্যাম্পেইনকালে সর্বোচ্চ পরিমান আর্থিক লেনদেনকারী গ্রাহকদের বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়।
পুরস্কার প্রদানকালে ইস্টার্ন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এবং চীফ অপারেটিং অফিসার ওসমান এরশাদ ফয়েজ বলেন, “স্কাইব্যাংকিং প্ল্যাটফর্মের মাধ্যমে গ্রাহকদের আরও সুখকর অভিজ্ঞতা প্রদান, ডিজিটাল উদ্ভাবনকে উৎসাহিত করা এবং সুরক্ষিত ও নির্ঝঞ্ঝাট আর্থিক লেনদেন নিশ্চিতকরণে ইবিএল প্রতিশ্রুতিবদ্ধ। এই ক্যাম্পেইনের মাধ্যমে আমাদের ডিজিটাল রুপান্তর কৌশলের প্রতিফলন ঘটেছে, যার মাধ্যমে ভবিষ্যৎ ব্যাংকিং এ আগ্রহী লয়্যাল গ্রাহকদের আমরা পুরস্কৃত করার সুযোগ পেয়েছি”।
পুরস্কার প্রদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইবিএল উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম. খোরশেদ আনোয়ার, হেড অব বিজনেস সৈয়দ জুলকার নায়েন,ডিজিটাল আর্থিক সেবা বিভাগ প্রধান আহসান উল্লাহ চৌধুরী, ডিজিটাল ব্যাংকিং বিভাগ প্রধান আমিন মোঃ মেহদী হাসানসহ অন্যান্য উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.