তেল বিক্রয়ের কমিশন ন্যূনতম সাত শতাংশ করা, সড়ক ও জনপথ অধিদপ্তরের ভূমির ইজারা মাশুল কমানোসহ ১০ দফা দাবিতে রাজধানী ঢাকাসহ সারাদেশের বেশিরভাগ পেট্রলপাম্প বন্ধ করে কর্মবিরতি পালন করবে বাংলাদেশ পেট্রলপাম্প ও ট্যাংকলরি মালিক ঐক্য পরিষদ।
রোববার (২৫ মে) সকাল ৬টা থেকে এ কর্মবিরতি শুরু হয়েছে, চলবে দুপুর ২টা পর্যন্ত। এই কর্মবিরতিতে তেল না পেয়ে ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা।
আন্দোলনকারীদের অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে-
পেট্রলপাম্প যেহেতু কোনো শিল্প নয়, তাই বিভিন্ন কারণে পরিবেশ অধিদপ্তর, কলকারখানা অধিদপ্তর কিংবা ফায়ার সার্ভিস থেকে নিবন্ধন বাতিলের বিধান বন্ধ করতে হবে।
পাম্পের সংযোগ সড়কের ইজারাপ্রাপ্ত ভূমির নবায়ন সহজ করতে হবে।
বিএসটিআই শুধু ডিসপেন্সিং ইউনিট, স্ট্যাম্পিং ও পরিমাপ যাচাইয়ের কার্যক্রম পরিচালনা করতে পারবে।
দেশের বিভিন্ন স্থানে যত্রতত্র জ্বালানি তেল বিক্রয় বন্ধ করতে হবে।
ট্যাংকলরির কাগজপত্র পরীক্ষার নামে রাস্তায় ট্যাংকলরি থামানো যাবে না।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.