সোনালীকা ট্রাক্টর ডেলিভারি করে বেকর্ড করলো এসিআই

একদিনে ১৫১টি সোনালীকা ট্রাক্টর ডেলিভারির মাধ্যমে রেকর্ড করলো এসিআই মটরস্।

শনিবার যশোরের শার্শা মিনি স্টেডিয়ামে একসঙ্গে ১৫১টি সোনালীকা ট্রাক্টর গ্রাহকদের হাতে তুলে দিয়ে দেশের ট্রাক্টর ডেলিভারির ইতিহাস তৈরি করলো এসিআই মটরস্।

উৎসবের বিশেষ আকর্ষণ ছিল ট্রাক্টর দিয়ে নির্মিত বিশাল (ইংরেজি লেটারে) “সোনালীকা” লোগো, যা সকলকে মুগ্ধ করে। এছাড়াও উৎসবের মধ্যে ছিল মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা, ৩৬০ ডিগ্রি ফটোবুথ এবং গ্রাহকদের জন্য বিশেষ আপ্যায়নের সুব্যবস্থা।

অনুষ্ঠানে এসিআই মটরস্ এর সম্মানিত গ্রাহক, কৃষক, ডিলার ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসিআই মটরস্ এর উপ-ব্যবস্থাপনা পরিচালক সুব্রত রঞ্জন দাস। এছাড়াও উপস্থিত ছিলেন এসিআই এর প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

এসিআই মটরস্ জানায়, তারা ভবিষ্যতেও দেশের কৃষি খাতে নতুন উদ্ভাবন নিয়ে আসবে এবং উন্নত বিক্রয়োত্তর সেবা দিয়ে গ্রাহকদের আস্থা ও বিশ্বাস অটুট রাখবে।

এ ছাড়া, অনুষ্ঠানে শুধু ট্রাক্টর নয়, আধুনিক কৃষিযন্ত্র যেমন হারভেস্টার, ট্রান্সপ্লান্টার, পাওয়ার টিলার, ডিজেল ইঞ্জিণ, পানি সেচ পাম্প, ফোটন কমার্শিয়াল ভেহিকেল, টায়ার ও ইয়ামাহা মোটরসাইকেলও প্রদর্শন করা হয়।

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.