দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে রবিবার (২৫ মে) বিকালে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় ভবন যমুনায় দলগুলোর সঙ্গে বৈঠক হবে।
শনিবার (২৪ মে) বিভিন্ন দলের নেতাদের ফোন করে আমন্ত্রণ জানানো হচ্ছে। বৈঠক একসঙ্গে হবে নাকি আলাদা, বিষয়টি জানা যায়নি। তবে আমন্ত্রণের ধরণ দেখে ধারণা করা হচ্ছে, আলাদাভাবে বৈঠক হতে পারে।
জানা গেছে, বৈঠকে জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে থাকা সব রাজনৈতিক দলের একজন করে প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়েছে।
যদিও আজ সন্ধ্যায় বিএনপি ও জামায়াতের সঙ্গে পৃথকভাবে কথা বলেছেন প্রধান উপদেষ্টা।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.