যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। নিহত পুলিশ কনস্টেবল ফজলুল হক খুলনা মহানগর পুলিশের (কেএমপি) আটন্ডা পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।
শনিবার (২৪ মে) সকালে যশোর-ঝিনাইদহ সড়কের চুড়ামনকাটি- ছাতিয়ানতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত পুলিশ কনস্টেবল ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার ক্ষুদ্র রয়রা গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল ৬টার দিকে কনস্টেবল ফজলুল হক মোটরসাইকেলে করে ঝিনাইদহের উদ্দেশে যাচ্ছিলেন। অপরদিকে, মামুন ও রিয়েল নামে দুজন মোটরসাইকেলে করে যশোরে আসছিলেন। তারা যশোর-ঝিনাইদহ সড়কের ছাতিয়ানতলা এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারা আহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আহত তিন জনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শাকিরুল ইসলাম পুলিশ সদস্য ফজলুল হককে মৃত ঘোষণা করেন।
যশোর পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) নূর-ই-আলম সিদ্দিকী দুর্ঘটনায় পুলিশ সদস্যের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.