পুঁজিবাজারে মূল্যসূচকের ব্যাপক উঠা-নামার মধ্য দিয়ে লেনদেন চলছে। তবে দিনের শুরুতে বাজারে কিছুটা আশা জাগানিয়া চিত্র দেখা গেলেও সেটি স্থায়ী হয়নি। লেনদেনের মাঝামাঝি সময়ে বাজার ফিরে যায় পতনের ধারায়। বেলা ১২টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে কিছুটা নিচে অবস্থান করছিল।
শনিবার (২৩ মে) সূচকের উর্ধমুখী ধারা নিয়েই বাজারে লেনদেন শুরু হয়। সূচকের ওঠানামায় লেনদেন এগুলেও বেলা ১১টা পর্যন্ত তা উর্ধমুখীই ছিল। এরপর সূচক ইউটার্ন করে ক্রমেই নিচে নামতে থাকে। সকাল ১২টা সূচকটি আগের দিনের চেয়ে ১৫ দশমিক ৩৩ পয়েন্ট কমে ৪ হাজার ৭৬৫ দশমিক ৭৮ পয়েন্টে এসে স্থির হয়।
বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইতে ৩৮০টি কোম্পানির শেয়ার কেনাবেচা হয়। এর মধ্যে ১০৬ টির শেয়ারের দর বৃদ্ধি পায়। কমে যায় ১৯২টির দর। আর ৮২ কোম্পানির শেয়ারের দর ছিল অপরিবর্তিত। এ সময় পর্যন্ত ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ১১৮ কোটি ৪১ লাখ টাকা।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.