ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার দাবিতে বৃষ্টি উপেক্ষা করেই রাজধানীর শাহবাগ থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত সড়ক অবরোধ করেছে ছাত্রদল। ফলে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
বৃহস্পতিবার (২২ মে) সকাল থেকে এ কর্মসূচি শুরু হয়। শাহবাগ মোড়ে কয়েকটি ভাগে বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করছেন তারা। অনেককে মেট্রো স্টেশনে আশ্রয় নিতে দেখা যায়।
এদিকে ছাত্রদলের নেতা-কর্মীদের অবস্থানের কারণে ইতোমধ্যে শাহবাগ মোড় সংশ্লিষ্ট সড়কগুলোতে যানজট তৈরি হয়েছে। এতে ভোগান্তি পোহাচ্ছেন সাধারণ মানুষ। এ সময় কিছু প্রাইভেটকার ও মোটরসাইকেল চলাচল করলেও কোনও গণপরিবহন চলাচল করতে দেখা যায়নি। এতে ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা।
নেতাকর্মীরা জানান, আজ (বৃহস্পতিবার) বিকাল পাঁচটা পর্যন্ত তাদের এই অবস্থান কর্মসূচি চলবে। কর্মসূচিতে অংশ নিতে বিভিন্ন শাখা-ইউনিটের নেতা-কর্মীরা আসছেন।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.