ইসরাইলের কাছে অস্ত্র রপ্তানি নিষিদ্ধ করতে সম্মত হয়েছে স্পেনের পার্লামেন্ট । দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এর আগেই মেরামত ও রক্ষণাবেক্ষণ সম্পর্কিত চুক্তি ছাড়া অস্ত্র ক্রয় সংক্রান্ত অন্যান্য চুক্তি স্থগিতের ঘোষণা দিয়েছিল।
স্পেনের মন্ত্রণালয় আরও জানিয়েছে, স্পেন প্রতিরক্ষা সংক্রান্ত বিমানের যন্ত্রাংশ মেরামতের জন্য সাময়িকভাবে ইসরাইলে পাঠিয়েছিল, এরপর সেগুলো আবার আনা হয়েছে।
স্পেনের পার্লামেন্ট অস্ত্র রপ্তানি সংক্রান্ত একটি বিল পাস করেছে। এই বিলে দখলদার ইসরাইলে সামরিক সরঞ্জাম রপ্তানি বন্ধ করার আহ্বান জানানো হয়েছে। তবে এ বিলটির ধরণ এমন যে, সরকার তা বাস্তবায়ন করতে বাধ্য নয়।
বিলটি পাসের পক্ষে ১৭৬টি ভোট পড়েছে, বিপক্ষে পড়েছে ১৭১টি ভোট। এই বিলে ইসরাইলে হেলমেট, বুলেটপ্রুফ জ্যাকেট এবং সামরিক কাজে ব্যবহৃত জ্বালানিসহ সামরিক সরঞ্জাম রপ্তানি নিষিদ্ধের কথা বলা হয়েছে।
এ প্রসঙ্গে পোডেমোস পার্টির নেতা ইয়ন ব্লারা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে এই যুগের হিটলার হিসেবে বর্ণনা করা হয়েছে। তিনি চলতি সপ্তাহে জরুরি বৈঠক ডেকে অস্ত্র বিক্রি নিষিদ্ধ করার জন্য একটি আনুষ্ঠানিক আদেশ জারি করতে স্পেনের মন্ত্রিসভার প্রতি আহ্বান জানিয়েছেন।
স্পেনের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইসরাইল গাজা উপত্যকাকে কবরস্থানে পরিণত করার পরিকল্পনার করেছে। তিনি ইউরোপীয় ইউনিয়নকে নিজস্ব মূল্যবোধ রক্ষার আহ্বান জানিয়েছেন। পার্সটুডে



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.