পাকিস্তানের বালুচিস্তানের খুজদার এলাকায় একটি স্কুল বাসে হামলার ঘটনায় পাকিস্তান ভারতের বিরুদ্ধে সম্পৃক্ততার অভিযোগ করার পর সেই অভিযোগ প্রত্যাখ্যান করেছে নয়াদিল্লি।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, খুজদারের ঘটনায় সম্পৃক্ততার বিষয়ে পাকিস্তানের ভিত্তিহীন অভিযোগ ভারত প্রত্যাখ্যান করছে। পাকিস্তান তার নিজের অভ্যন্তরীণ সব সমস্যার জন্য ভারতেরকে দায়ী করতে অভ্যস্ত হয়ে উঠেছে।
বুধবার খুজদারে স্কুল বাসে হামলার ঘটনায় চার শিশুসহ ছয় জন নিহত হয়। এছাড়া আরও ৪২টি শিশু আহত হয়। ওই ঘটনার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও পাকিস্তান সেনাবাহিনী এর নিন্দা জানায়।
“ভারতের সন্ত্রাসী নেটওয়ার্ক তাদের প্রক্সি সংগঠনগুলোর মাধ্যমে ওই হামলা চালিয়েছে” বলে পাকিস্তানের দিক থেকে অভিযোগ করা হয়েছিল।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.