আগামী দুয়েকদিনের মধ্যে পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন দায়িত্ব ছেড়ে দেবেন। নিজে থেকেই দায়িত্ব পালন করা থেকে অপারগতা প্রকাশ করেছেন তিনি।
বুধবার (২১ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এ কথা বলেন।
জসীম উদ্দিনকে অপসারণ করা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, অপসারণের কোনও বিষয় নেই। পররাষ্ট্র সচিব বিভিন্ন কারণে নিজে থেকে এখান থেকে সরে যেতে চান এবং আমরা তাকে সরে যেতে দিচ্ছি। সরে যেতে চান মানে এই দায়িত্ব থেকে চলে যেতে চান। উনি আগামী দুয়েকদিনের মধ্যে দায়িত্ব ছেড়ে দেবেন।
চাকরি ছেড়ে যাবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, উনি চাকরি ছেড়ে যাবেন কেন? উনি তো চাকরিতে আছেন। এখন দায়িত্ব পরিবর্তন হবে।
পররাষ্ট্র সচিবের পদ থেকে সরে যাচ্ছেন কেন জানতে চাইলে তিনি বলেন, এটি ঠিক আসলে ব্যাখ্যা করার মতো বিষয় না। বিভিন্ন কারণে মানুষ দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করে এবং তেমন কিছু হবে।
নতুন পররাষ্ট্র সচিব কে হচ্ছেন জানতে চাইলে তিনি বললেন, দুয়েকদিনের মধ্যে জানতে পারবেন।
সাম্প্রতিক সময়ে কিছু গুরুত্বপূর্ণ বৈঠকে তার অনুপস্থিতির কারণে তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হচ্ছে- এমন খবর আলোচনায় উঠে আসে। এমনকি চলতি মাসে টোকিওতে বাংলাদেশ-জাপান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকেও তিনি উপস্থিত ছিলেন না।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.