এমিরেটস বহরে সর্বশেষ সংযোজন আধুনিক ও আরামপ্রদ এয়ারবাস এ৩৫০ এর অভিষেক হলো জর্ডানের রাজধানী আম্মানে। উদ্বোধনী এই ফ্লাইটটি সম্প্রতি আম্মানের রানী আলী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরন করে। বর্তমানে আম্মানে পরিচালিত দৈনিক দু’টি ফ্লাইটের একটি হবে এ৩৫০। ১ জুন থেকে শুরু হওয়ার কথা থাকলেও দুই সপ্তাহ আগেই নতুন এই উড়োজাহাজটি আম্মানে চলাচল শুরু করলো।
এমিরেটসের এয়ারবাস এ৩৫০ একটি অত্যন্ত বিলাসবহুল ও আরামপ্রদ তিন শ্রেণী বিশিষ্ট উড়োজাহাজ যাতে মোট ৩১২টি আসন রয়েছে- বিজনেস শ্রেণীতে ৩২টি, প্রিমিয়াম ইকোনমি শ্রেণীতে ২১টি এবং ইকোনমি শ্রেণীতে ২৫৯টি। উড়োজাহাজটির উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এর উঁচু ছাদ, প্রশস্ত আইল, অপেক্ষাকৃত বেশি লেগস্পেস এবং শান্ত কেবিন পরিবেশ।
যাত্রীদের জন্য রয়েছে টিভি স্ক্রীনে সিনেম্যাটিক ভিউসহ অত্যাধুনিক ইনফ্লাইট বিনোদন ব্যবস্থা, কেবিনের লাইটনিং এ আধুনিকতার ছোয়া, দ্রুততর ওয়াইফাই এবং উন্নত সীট এরগোনমিক্স।
এমিরেটস বর্তমানে তাদের এই উড়োজাহাজটির সাহায্যে ৬টি স্বল্প ও মাঝারী পাল্লার গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে যার মধ্যে রয়েছে এডিনবার্গ, কুয়েত এবং মুম্বাই। খুব শীঘ্রই অসলো, ইস্তানবুল এবং হো চি মিন সিটিসহ অন্যান্য গন্তব্যে এয়ারবাস এ৩৫০ সেবা শুরু হতে যাচ্ছে এবং চলতি বছরের শেষ নাগাদ এই নেটওয়ার্কে অন্তর্ভূক্ত হবে ১৭টি গন্তব্য।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.