অসহযোগ ও কর্মবিরতির ঘোষণা এনবিআর সংস্কার ঐক্য পরিষদের

এনবিআর বিলুপ্তের অধ্যাদেশ বাতিল, চেয়ারম্যানের পদত্যাগসহ চার দফা দাবিতে এনবিআর চেয়ারম্যানের সাথে লাগাতার অসহযোগসহ কর্মসূচি ঘোষণা করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।

বুধবার সকাল থেকে ঢাকার এনবিআরের নিচ তলায় অবস্থান কর্মসূচি পালন করছেন কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় তারা রাজস্ব খাত সংস্কার নিয়ে জারি করা অধ্যাদেশ বাতিল, এনবিআর চেয়ারম্যানের অপসারণসহ চার দফা দাবি জানান।

সংস্কার ঐক্য পরিষদ জানায়, গত ১৪ মে থেকে তারা নিয়মতান্ত্রিক আন্দোলন করে আসছে। সংকট নিরসনে মঙ্গলবার এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ১৩ সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ এবং দুজন উপদেষ্টার উপস্থিতিতে এক বৈঠক হয়। বৈঠক ফলপ্রসূ হয়নি দাবি করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় কর্মকর্তা-কর্মচারীরা।

সংকট সমাধান না হওয়ায় বুধবার তারা চার দফা দাবি জানিয়েছে। সেখানে- এনবিআর সংক্রান্ত জারিকৃত অধ্যাদেশ বাতিল, এনবিআর চেয়ারম্যানের অপসারণ, রাজস্ব সংস্কার বিষয়ক পরামর্শক কমিটির সুপারিশ ওয়েবসাইটে প্রকাশ এবং এনবিআর প্রস্তাবিত খসড়া এবং পরামর্শক কমিটির সুপারিশ আলোচনার ভিত্তিতে সংস্কারের দাবি জানানো হয়।

দাবি আদায় না হওয়া পর্যন্ত বুধবার থেকেই লাগাতার অসহযোগ কর্মসূচির ঘোষণা করেন তারা। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান, শনিবার ও রবিবার কাস্টমস হাউজ এবং এলসি স্টেশন বাদে ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল অফিসে কর্মবিরতি পালন করার ঘোষণা দিয়েছেন তারা।

একই দাবিতে আগামী সোমবার থেকে আন্তর্জাতিক যাত্রীসেবা ছাড়া ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দপ্তরের পূর্ণাঙ্গ কর্মবিরতি ঘোষণা করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.