দর বৃদ্ধির শীর্ষে লিগ্যাসি ফুটওয়্যার

সপ্তাহের পঞ্চম কার্যদিবস বুধবার (২১ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন কোম্পানিটির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ৪ টাকা ৫০ পয়সা বা ৯ দশমিক ৮৫ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ইবিএল এনআরবি ব্যাংক মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারদর আগের দিনের তুলনায় ৮ দশমিক ৫৭ শতাংশ বেড়েছে। আর শেয়ারদর ৮ দশমিক ৫৭ শতাংশ বাড়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড।

এদিন দর বৃদ্ধির তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- সোনারগাঁও টেক্সটাইল, আইএনসএন লিমিটেড, ডেসকো, এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড, পিএইচপি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, হাইডেলবার্গ এবং পপুলার লাইফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.