সিরিয়ার ওপর আর থাকছেনা ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা

যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার পুনর্গঠনে সহায়তার লক্ষ্যে দেশটির ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বুধবার (২১ মে) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ইইউ’র ২৭টি সদস্য রাষ্ট্রের রাষ্ট্রদূতরা ইতোমধ্যে এ সিদ্ধান্তের বিষয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছেন। স্থানীয় সময় মঙ্গলবার (২০ মে) ব্রাসেলসে পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেয়া হবে বলে আশা করা হচ্ছে।

‘আমরা সিরিয়ার জনগণকে একটি নতুন, অন্তর্ভুক্তিমূলক ও শান্তিপূর্ণ সিরিয়া গড়তে সহায়তা করতে চাই,’ ব্রাসেলসে মন্ত্রীদের সাথে বৈঠকের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (টুইটার) পোস্টে এ কথা বলেন ইইউ’র পররাষ্ট্র নীতির প্রধান কাজা ক্যালাস ক্যালাস।

তিনি আরও বলেন, গত ১৪ বছর ধরে ইইউ সবসময় সিরিয়ার পাশে দাঁড়িয়েছে — এবং ভবিষ্যতেও থাকবে।

উল্লেখ্য, গত দশ বছরের বেশি সময় ধরে চলা সংঘাত, মানবিক সংকট এবং অর্থনৈতিক বিপর্যয়ের মুখোমুখি সিরিয়া এখন আন্তর্জাতিক সহায়তা ও পুনর্গঠনের জন্য পশ্চিমা বিশ্বের দিকে চেয়ে আছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.