পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৬০৫

পুলিশের চলমান বিশেষ অভিযানে রাজধানী ঢাকাসহ সারা দেশে গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ৬০৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ১ হাজার ১৩ জন ও অন্যান্য অপরাধে জড়িত ৫৯২ জন।

মঙ্গলবার (২০ মে) পুলিশ সদরদফতরে এআইজি (মিডিয়া) এনামুল হক সাগর গণমাধ্যমে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এতে জানানো হয়, গত ১৯ মে দেশব্যাপী পুলিশ সদস্যরা একযোগে অভিযান চালিয়ে ১ হাজার ৬০৫ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এসময় তিনটি একনলা বন্দুক, একটি এলজি, একটি দুই নলা বন্দুক, তিনটি পাইপগান, ছয় রাউন্ড কার্তুজ, একটি চাইনিজ কুড়াল, তিনটি রামদা, একটি কিরিচ ও একটি মোটরসাইকেলের চাকতিযুক্ত বিশেষভাবে তৈরি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

পুলিশ সদরদফতর আরও জানায়, সারা দেশে অপরাধ দমনে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে এবং গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.