রেকর্ড পরিমাণ বৃষ্টিতে উত্তরের বিভাগীয় শহর রংপুরের ২০ এলাকা প্লাবিত হয়েছে। সোমবার (১৯ মে) সন্ধ্যা থেকে চলা অবিরাম বৃষ্টির কারণে বিভিন্ন এলাকায় এক থেকে দেড় ফুট পানিতে তলিয়ে গেছে। এতে হাজার হাজার মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।
নগরীর ওপর দিয়ে প্রবাহিত ১২ কিলোমিটার দীর্ঘ শ্যামা সুন্দরী খাল খনন না করায় অবিরাম বৃষ্টিতে উপচে পানি আশপাশের অনেক বাড়িঘরে প্রবেশ করেছে। অনেক স্থানে তলিয়ে যাওয়ায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
রংপুর আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবার (১৯ মে) রাত থেকে মঙ্গলবার (২০ মে) সকাল ৬টা পর্যন্ত ১১৮ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে; যা বিভাগের অন্যান্য জেলার তুলনায় অনেক বেশি।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.