লিগ শিরোপা নিশ্চিতের পর জয়ের মুখ দেখেনি লিভারপুল। শেষ তিন ম্যাচে জয়হীন স্লটের দল। সোমবার (১৯ মে) রাতে ব্রাইটনের মাঠে ৩-২ গোলে হেরেছে অল রেডরা।
শিরোপা নিশ্চিত হওয়ায় ব্রাইটনের বিপক্ষে বেশ পরিবর্তন এক একাদশ নামান স্লট। আমেরিকান এক্সপ্রেস স্টেডিয়ামে ম্যাচের নবম মিনিটে এগিয়ে যায় লিভারপুল। কনর ব্র্যাডলির পাস থেকে গোল করেন এলিওট। তবে কিছুক্ষণ পরই সমতায় ফেরে ব্রাইটন।
৩২তম মিনিটে স্বাগতিকদের সমতায় ফেরান আয়ারি। তবে লিড নিয়েই বিরতিতে যায় প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নরা। প্রথমার্ধে বাড়ানো সময়ের প্রথম মিনিটে সোবোসালাই ডি-বক্সের ভেতর থেকে দুর্দান্ত এক গোল করেন।
তবে দ্বিতীয় হাফে চলেছে শুধু ব্রাইটন শো। ৬৯তম মিনিটে ব্রাইটনকে সমতায় ফেরান মিতোমা। আর ম্যাচ শেষের পাঁচ মিনিট আগে জ্যাক হিনশেলউডের গোল ব্রাইটনের জয় নিশ্চিত করেন। বাকি সময়ে তেমন আক্রমণ করতে পারেনি দুই দলই। ফলে ৩-২ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাইটন।
৩৭ ম্যাচে ৮৩ পয়েন্ট লিভারপুলের। সমান ম্যাচে ব্রাইটনের পয়েন্ট ৫৮। দারুণ একটা মৌসুম কাটালেও আগামী মৌসুমে ইউরোপে খেলা হচ্ছে না ব্রাইটনের।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.