দরপতনের শীর্ষে মেঘনা কনডেন্সড মিল্ক

সপ্তাহের তৃতীয় কার্যদিবস সোমবার (১৯ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দরপতনের শীর্ষে উঠে এসেছে মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন কোম্পানিটির দর আগের দিনের চেয়ে ১০ টাকা ২০ পয়সা বা ১০ শতাংশ কমেছে।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মিডল্যান্ড ব্যাংকের শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ২৭ শতাংশ কমেছে। আর শেয়ারদর ৮ দশমিক ১০ শতাংশ কমে যাওয়ায় তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড, ন্যাশনাল টি, ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড, আইএফআইসি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, তাকাফুল ইন্স্যুরেন্স, খুলনা পেপার এবং সেন্ট্রাল ইন্স্যুরেন্স।

 

অর্থসূচক/এমআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.