সপ্তাহের তৃতীয় কার্যদিবস সোমবার (১৯ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে কাট্টালি টেক্সটাইল লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন ডিএসইতে কোম্পানির শেয়ারদর বেড়েছে ১ টাকা বা ১০ শতাংশ।
দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে থাকা সোনারগাঁও টেক্সটাইলের শেয়ার দর ৯ দশমিক ৮৩ শতাংশ বেড়েছে। আর তৃতীয় স্থানে থাকা এস্কয়ার নিটের দর বেড়েছে ৯ দশমিক ৫৬ শতাংশ।
এদিন দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হলো- মুন্নু ফেব্রিক্স, শার্প ইন্ডাস্ট্রিজ, গোল্ডেন হার্ভেস্ট, ইউসিবি, ডেসকো, সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড এবং সিমটেক্স।
অর্থসূচক/এমআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.